রাজশাহীর বাজারে মৌসুমী ফল লিচুর দেখা মিলেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে লিচু বিক্রি করতে দেখা যায়।
অসময়ে বাজারে লিচু উঠার কারণে উৎসুক জনতার ভিড় জমে। তারা বিক্রেতাকে জিজ্ঞাসা করেন, এতো তাড়াতাড়ি লিচু উঠে গেছে? এই ফল কি মিস্টি হবে? ফল বিক্রেতা জানান, রাজশাহী নগরীর কাজলা এলাকার লিচু এগুলো। মিস্টি হবে। ১০০ পিস লিচুর মূল্য হাঁকছেন তিনি ৪০০ টাকা। নতুন ফল হিসেবে লিচু ক্রয়ও করছেন অনেকে।
রাজশাহী নগরীর শালবাগান এলাকার বাসিন্দা রবিউল আওয়াল জানান, লিচু গাছ পড়ার সময় এখনো অনেকদিন বাকী রয়েছে। তবে কিছু অগ্রিম জাতের লিচু বাজারে আসতে পারে। উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে রাজশাহীতে প্রথম লিচুর আগমন বলে মনে করেন তিনি।
নয়া শতাব্দী/জেআইমন্তব্য করুন
আমার এলাকার সংবাদ