ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীর বাজারে এসেছে রসালো লিচু

প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২২, ১৬:৪১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২, ১৬:৪৩
বৃহস্পতিবার ছবিটি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে তোলা।

রাজশাহীর বাজারে মৌসুমী ফল লিচুর দেখা মিলেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে লিচু বিক্রি করতে দেখা যায়।

অসময়ে বাজারে লিচু উঠার কারণে উৎসুক জনতার ভিড় জমে। তারা বিক্রেতাকে জিজ্ঞাসা করেন, এতো তাড়াতাড়ি লিচু উঠে গেছে? এই ফল কি মিস্টি হবে? ফল বিক্রেতা জানান, রাজশাহী নগরীর কাজলা এলাকার লিচু এগুলো। মিস্টি হবে। ১০০ পিস লিচুর মূল্য হাঁকছেন তিনি ৪০০ টাকা। নতুন ফল হিসেবে লিচু ক্রয়ও করছেন অনেকে।

রাজশাহী নগরীর শালবাগান এলাকার বাসিন্দা রবিউল আওয়াল জানান, লিচু গাছ পড়ার সময় এখনো অনেকদিন বাকী রয়েছে। তবে কিছু অগ্রিম জাতের লিচু বাজারে আসতে পারে। উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে রাজশাহীতে প্রথম লিচুর আগমন বলে মনে করেন তিনি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ