ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জমানো টাকায় তিন শতাধিক এতিম শিক্ষার্থীকে খাবার

প্রকাশনার সময়: ২৭ এপ্রিল ২০২২, ২১:২৯

জমানো টাকা তিন শতাধিক এতিম ও হাফেজ শিক্ষার্থীর মুখে ইফতার ও রাতের খাবার তুলে দিল মুক্তাগাছার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় মুক্তাগাছা বাঁশাটি ইউনিয়নের জয়দা দুল্লা সড়ক সংলগ্ন রিয়াজুল জান্নাত গোরুস্তান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার এতিম ও হাফেজ শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

আয়োজক তরুণ শিক্ষার্থী মো. জাহাঙ্গীর ফকির, সুবীর দত্ত, সুজন চৌধুরী, আমিরুল ইসলাম আরিয়ান, ফারদিন আহমেদ শিশির, তাহসিনুল মিল্লাত, সাখাওয়াত, বাবলু বলেন, আমরা সবাই শিক্ষার্থী, বেশি ব্যয় করার সাধ্য নেই। তবুও নিজেদের সীমিত সাধ্যে অন্তত এক বেলা অনাহারীর মুখে হাসি ফোটাতেই আমাদের এই প্রচেষ্টা।

সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী আব্দুল আলিম জানান, নিজেদের খরচের টাকা বাঁচিয়ে ফান্ড তৈরি করে অনাহারির মুখে খাবার তুলে দিতে ছুটে যায় আমাদের সংগঠন। চলতি রমজানে আমরা এ পর্যন্ত দুই সহস্রাধিক অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি যা বতর্মানে চলমান রয়েছে। সংগঠনের সকল সদস্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে হতদরিদ্রদের মাঝে এবং বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করছেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ