ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রংপুরে রাস্তায় দাঁড়িয়ে ইফতার করলো পুলিশ কমিশনার

প্রকাশনার সময়: ২৪ এপ্রিল ২০২২, ১৯:৩৩

রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ট্রাফিক পুলিশের সাথে রাস্তায় দাঁড়িয়ে ইফতার করেছেন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ। সন্ধ্যায় নগরীর জাহাজ কোম্পানীর মোড়ে ট্রাফিক পুলিশ, ডিউটিরত পুলিশদের সাথে ইফতার করেন তিনি।

রংপুর নগরীর বিভিন্ন স্থানে যানজট নিরসনে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে তাদের সাথে দাঁড়িয়ে ইফতারে সামিল হন তিনি। এদিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রাস্তায় ইফতার করতে পেরে আনন্দিত ট্রাফিক পুলিশ সদস্যরা।

এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মেনহাজুল আলম, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) আবু সায়েম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আইনুল হক, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সোহানুর রহমান সোহাগ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জমির উদ্দিনসহ কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) এবং মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ