ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ২৬ জুলাই ২০২১, ১৯:৩১

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

করোনা ও উপসর্গ নিয়ে জেলায় আজ পর্যন্ত মারা গেছেন মোট ৫১৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনের নমুনা পরীক্ষা শেষে ১১২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৪১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৭ জন। এছাড়া বর্তমানে ২৪৩ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক পরা এবং সরকারের দেয়া স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ