সুইডেনে কুরআন অবমাননা এবং মসজিদে আল-আকসায় নিরীহ নিরাপরাধ মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে আজ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
আজ শুক্রবার (২২ এপ্রিল) বাদ জুমা জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এর আগে বুধবার মসজিদে আকসায় মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলার নিন্দা জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ইসরাইল বিশ্বের জন্য বিষফোঁড়া। ইসরাইল মুসলমানদের প্রথম ক্বিবলা আল আকসায় বার বার হামলা করে নিরীহ নিরাপরাধ মুসলমানদের হত্যা করেই যাচ্ছে।
পীর সাহেব চরমোনাই বলেন, জাতিসংঘ, ওআইসিসহ বিশ্বের সকল মানবাধিকার সংগঠনগুলোকে বর্বর ইসরাইলি বাহিনীর নৃশংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনে মুসলিম উম্মাহকে ইসলাইলের বর্বরতা বিরুদ্ধে জিহাদের ডাক দিতে হবে।
এদিন পীর সাহেব চরমোনাই আল আকসায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ২২ এপ্রিল শুক্রবার বাদ জুমা ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন এবং তা সফলের জন্য দেশপ্রেমিক ঈমানদার জনতার প্রতি আহ্বান জানান।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ