ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী ও সংলগ্ন এলাকার ৫’শ শিশুর মধ্যে বিতরণ করা হয়েছে খাদ্য ও পুষ্টি সামগ্রী।
বুধবার (২০ এপ্রিল) বিকেলে জন প্রতি ৫০০ গ্রাম মরিয়ম খেজুর, ২৫০ গ্রাম চিনা বাদাম, বড় ১ প্যাকেট বিস্কুট ও ১টি পাটের ব্যাগ তুলে দেয়া হয় তাদের হাতে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মাহাবুর রহমান, ফরিদপুর পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা, শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল, সহকারী নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী, প্রজেক্ট কো- অর্ডিনেটর প্রশান্ত কুমার সাহা, বীরেন্দ্র চন্দ্র মন্ডল, রীনা সাহা, লক্ষন বিশ্বাস, সাবিত্রী মন্ডল প্রমুখ।
ইতিপূর্বে ১ হাজার ৫০ জন শিশুর মধ্যে ২৪ ধরনের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় এবং ৯১৬ পরিবারের মধ্যে বিকাশের মাধ্যমে পরিবার প্রতি ৫ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উদ্যোগের জন্য অতিথি এবং শিশুরা আয়োজক ও সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাপলা মহিলা সংস্থার প্রকল্প সমন্বয়কারী প্রশান্ত কুমার সাহা জানান, দীর্ঘদিন যাবৎ শাপলা মহিলা সংস্থা যৌনকর্মী ও তাদের সন্তানদের স্বাস্থ্য, শিক্ষাসহ বিবিধ বিষয় নিয়ে কাজ করে আসছে। ইতিমধ্যেই
করোনায় ক্ষতিগ্রস্থ্য যৌনকর্মী ও দরিদ্র ৯১৬ পরিবারকে বিকাশের মাধ্যমে পরিবার প্রতি ৫ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।তিনি আরো জানান, আরো ২৫০টি পরিবারকে ৫ হাজার ৫০০ টাকা করে সহায়তা করা হবে, যাতে করে তারা কিছুটা হলেও করোনার আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারে। বুধবার শহরের রথখোলা যৌনপল্লী ও সংলগ্ন এলাকার ৫’শ শিশুর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামী শনিবার সিএন্ডবি ঘাট যৌনপল্লী ও আশ পাশের এলাকার শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
প্রশান্ত কুমার সাহা জানান, এসকল খাদ্য সামগ্রী শিশুদের পুষ্টি ঘাটতি মেটাতে সহায়ক হবে। যৌনকর্মী ও তাদের সন্তানদের নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ