ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত

প্রকাশনার সময়: ১৮ এপ্রিল ২০২২, ১৭:০৭
প্রতীকী ছবি

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে সাতক্ষীরা-খুলনা হাইওয়ে সড়কের কুমিরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার গোদাঘাটা গ্রামের আহসানউল্লাহর ছেলে ইয়াসিন (৩০) ও আগরদাঁড়ী গ্রামের কোমর উদ্দিনের ছেলে লাল্টু সরদার (২৮)।

এব্যাপারে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘সোমবার ভোরে ইয়াসিন আলী ও লাল্টু সরদার একটি পিকআপে চড়ে গরু কিনতে যাচ্ছিলেন বাগেরহাট জেলার ফকিরহাটে। কুমিরা বাসস্ট্যান্ডে আসতেই পেছন দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক সজোরে পিকআপে ধাক্কা দেয়। এ সময় পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে ইয়াসিন আলীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও লাল্টুকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তারা মারা যান।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ