ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোদাগাড়িতে বিদেশী পিস্তল, ম্যাগজিনসহ গ্রেফতার ১

প্রকাশনার সময়: ১৮ এপ্রিল ২০২২, ১৪:৩৮

রাজশাহীর গোদাগাড়িতে ৩টি বিদেশী পিস্তল, ৭টি ম্যাগজিন, ১৯ রাউন্ডগুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার গভীর রাতে রাজশাহী র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বালিয়াঘাট্টা কাশিমপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্রসহ রবিউল ইসলাম (২৫) নামে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। সোমবার (১৮ এপ্রিল) সকালে র‌্যাবের বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রোববার রাত ১২ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বালিয়াঘাট্টা কাশিমপুর গ্রামস্থ এলাকায় অধিনায়ক র‌্যাব-৫ রাজশাহী লে: কর্ণেল রিয়াজ শাহরিয়ারের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি বিদেশী পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ১৯ রাউন্ড গুলিসহ আসামি রবিউল ইসলাম (২৫)কে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি চাপাইনবাবগঞ্জের তাহেরপুর গ্রামে। বাবার নাম শরিফুল ইসলাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ গোপনে অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে। এঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ