ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ফায়ারম্যান নিহত

প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২২, ২০:৩১

রাজশাহীর পুঠিয়ায় যাত্রিবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে মাসুদ রানা (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মাসুদ রানা রাজশাহী জেলার পবা উপজেলার জঙ্গলপাড়া গ্রামের আসাদ আলীর ছেলে।

সে নাটোর ফায়ারসার্ভিস সিভিল ডিফেন্স এর ফায়ারম্যান ছিলেন। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার গোপালহাটি ঢালান নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাসুদ রানা বাড়ি হতে তার কর্মস্থলে মোটরসাইকেল যোগে ফিরছিলেন।

পথিমধ্যে উপজেলার গোপালহাটি ঢালান নামক স্থানে পৌঁছানো মাত্রই নাটোর থেকে রাজশাহীগামী একটি যাত্রিবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মাসুদ রানা তার মোটরাঁইকেল থেকে ছিটকে পড়ে সড়কে পাশের গাছের সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যান। তবে ঘাতক বাসটি পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ