ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পানি না পেয়ে দুই কৃষকের আত্মহত্যা, বিএমডিএ ঘেরাও 

প্রকাশনার সময়: ১১ এপ্রিল ২০২২, ১৭:৩৫

রাজশাহীর গোদাগাড়ি উপজেলার নিমঘুটু গ্রামের আলোচিত দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার প্রতিবাদে এবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সদর দপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষকেরা।

সোমবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে কয়েক’শো নারী-পুরুষ সম্মিলিতভাবে বিচার চেয়ে বিএমডিএ সদর দপ্তরে যান। এসময় আত্মহত্যা করা কৃষক অভিনাথ মারান্ডির স্ত্রী রোজিনা হেমব্রম ও রবি মারান্ডির ভাই সুশীল মারান্ডিও উপস্থিত ছিলেন।

এরআগে আগে সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে আদিবাসী কৃষকরা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রক্ষাগোলা সমন্বয় কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে রক্ষাগোলার সংগঠক বেসরকারি সংস্থা সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অফ ভলান্টারী অর্গানাইজেশন (সিসিবিভিও)।

মানববন্ধন শেষে আদিবাসী কৃষকের মৃত্যুর ঘটনার সঠিক বিচার চেয়ে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন তারা। এতে দুই কৃষকের আত্মহত্যার জন্য দায়ীদের বিচার এবং সেচ ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি জানানো হয়। স্মারকলিপিতে আত্মহত্যা করা কৃষক অভিনাথ মারান্ডির স্ত্রী রোজিনা হেমব্রম ও রবি মারান্ডির ভাই সুশীল মারান্ডি; রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা, উপদেষ্টা প্রসেন এক্কা, সদস্য রঞ্জিত পাহাড়িয়া ও সিসিবিভিও প্রতিনিধি মো. আরিফ স্বাক্ষর করেন।

স্মারকলিপি প্রদানের পর কয়েক’শো নারী-পুরুষ বিএমডিএ সদর দপ্তরে যান। সেখানে প্রথমে তারা পুলিশের বাধার মুখে পড়ে। পরে শান্তিপূর্ণ অবস্থানের কথা বললে পুলিশ তাদের ভেতরে প্রবেশ করতে অনুমতি দেন। পরে তাদের একটি প্রতিনিধি দল বিএমডিএ’র ভারপ্রাপ্ত সচিব ইকবাল হোসেনকে একটি স্মারকলিপি প্রদান করেন। সেখানে দুই কৃষকের স্বজনেরা ছাড়াও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার এবং সিসিবিভিও প্রতিনিধি আরিফসহ রক্ষাগোলা কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এরপর দুপুরে শান্তিপূর্ণ কর্মসূচি শেষে তারা ফিরে যান। তবে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের কৃষক অভিনাথ ও তার চাচাতো রবি বিষপান করলে তাদের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বিএমডিএ’র গভীর নলকূপ থেকে সেচের পানি না দেয়ায় দুই কৃষক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় দুটি আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়। পুলিশ মামলার একমাত্র আসামি গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সাখাওয়াতকে চাকরিচ্যুত করেছে বিএমডিএ কর্তৃপক্ষ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ