সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৫১০ জন এবং করোনা পজেটিভ হয়ে মারা গেছেন ৮৩ জন ব্যক্তি।
এদিকে, তৃতীয় দিনের মত দায়সারাভাবে পালিত হচ্ছে চলমান কঠোর লকডাউন। শহরের প্রধান প্রধান সড়ক ও হাট বাজার গুলোতে প্রচুর জনসমাগম লক্ষ্য করা গেছে।
মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আংশিক খোলা রেখে বেচাকেনা করা হচ্ছে শহরের অধিকাংশ দোকান পাটে। সড়কে জরুরি পন্যবাহী পরিবহনের পাশাপাশি বেড়েছে ছোট ছোট যান চলাচল। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। তবে বন্ধ রয়েছে দুরপাল্লার সকল প্রকার গণপরিবহন।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, জেলায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের ১৩ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মামলা দেয়া হয়েছে ৪৫ টি ও জরিমানা আদায় করা হয়েছে ৩০ হাজার টাকা।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ