ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরায় জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২২, ২৩:৫৬

সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নেতা অধ্যাপক গোলাম ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ এপ্রিল) বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে তালা থানা পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা সংক্রান্ত মামলা রয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের বিরুদ্ধে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা মামলা রয়েছে। এই মামলায় তিনি পলাতক ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরানপুর গ্রামের নিজ বাড়ি থেকে গোলাম ফারুককে গ্রেফতার করা হয়। তাকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ রাতে উপজেলা ও ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের শীর্ষ নেতারা উথালী গ্রামে গোপন বৈঠকে মিলিত হয় বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়। এঘটনায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিজুল ইসলাম (৫৫) ও সেক্রেটারী অধ্যাপক ইদ্রীস আলী মোড়লসহ ৬ জামায়াত নেতা-কর্মী ওই রাতে গ্রেফতার হয়। ওই ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে তালা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় একটি মামলা (১২/২২) দায়ের করে পুলিশ। এই মামলায় জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক এজাহার নামীয় আসামি।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ