ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

অর্থ আত্মসাত : অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২২, ২০:৪৬

রংপুরের বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ উঠেছে, অধ্যক্ষ মাজেদ আলী খান কলেজের ফান্ড থেকে ৫১ লাখ ২৭ হাজার ২৩৯ টাকা আত্মসাত করেছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক হোসাইন শরীফ।

মামলার এজাহারে বলা হয়, অধ্যক্ষ মাজেদ আলী খান অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক অসদচারণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলা বিভাগে মমিনুল ইসলাম খান, শফিকুল ইসলাম এবং মমিনুল হককে নিয়োগ দিয়েছেন। অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে তিনি কলেজ ফান্ডের ৫১ লাখ ২৭ হাজার ২৩৯ টাকা আত্মসাত করেছেন। অধ্যক্ষ মাজেদ আলীর এই অপরাধ দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য।

এ ব্যাপারে রংপুর দুদক কার্যালয়ের উপ পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে কলেজ ফান্ডের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত এবং অবৈধভাবে নিয়োগ প্রদান করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সবকিছু খতিয়ে দেখার পর দুদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ