ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভাঙ্গায় ৩ মোটরসাইকেল আরোহীর ওপর হামলা, নিহত ১

প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২২, ০১:৩৪ | আপডেট: ০৮ এপ্রিল ২০২২, ০১:৫০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজারে বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে মোটরসাইকেলের ৩ আরোহীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

এ সময় সোলেমান শরীফ (৩৫) ঘটনাস্থলেই মারা যায়। সে তুজারপুর ইউনিয়নের জানদী গ্রামের গোপাল শরীফের পুত্র।

আহতরা হলেন কামরুল মাতুব্বর (৪০), পিতা কালাম মাতুব্বর অপরজন আমিনুল মাতুব্বর (৪০), পিতা মনিরুদ্দীন মাতুব্বর। এদেরও গ্রামের বাড়ি তুজারপুর ইউনিয়নের জানি গ্রামে।

এ ঘটনা নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

জানা গেছে, পোদ্দার বাজার থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি জানদির উদ্দেশ্যে রওনা দেয়। বাজার পার হতেই আগেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তিন আরোহীকে এলোপাথাড়ি কোপায়।

এ সময় ঘটনাস্থলেই সোলেমান শরীফ মারা যায়। গুরুত্বর আহত ২ জনকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কামরুল মাতুব্বরকে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় প্রেরণ করা হয়।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ নিহত সোলেমানের লাশ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা (রাত ১টা ২০ মিনিট) সময় পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ