সাতক্ষীরার জেলেপল্লীর অদম্য তরুণী মারুফা খাতুন। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও আর্থিক সংকটের কারণে ভর্তি ও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।
তালা উপজেলার জেলার নলতা জেলেপল্লীর মৎস্যজীবী মো. আজিত বিশ্বাস ও গৃহিণী তাছলিমা বেগমের তিন সন্তানের মধ্যে বড় মারুফা খাতুন।
এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সে।
এর আগে তালা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ ও শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল মারুফা।
মারুফার বাবা আজিত বিশ্বাস বলেন, নদীতে মাছ ধরে পাঁচ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করতে হয়। মেয়ের পড়াশোনার খরচ যোগাতে হিমশিম খেতে হয়। এই মুহূর্তে মারুফার ভর্তি খরচ, বই-খাতাসহ সাতক্ষীরায় স্থানান্তরের জন্য প্রায় ৪০ হাজার টাকা প্রয়োজন। এতটাকা কীভাবে জোগাড় করবো জানি না।
মারুফা খাতুনের মা তাসলিমা বেগম বলেন, আমার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। শুনেছি ডাক্তারি পড়তে অনেক টাকা লাগে। মেয়েটা ভর্তি হতে পারবে কি না জানি নে। তবে অনেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
মেডিকেলে চান্সপ্রাপ্ত মারুফা খাতুন বলেন, অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল। ভর্তির রেজাল্টে নাম এসেছে। কিন্তু আমাকে মেডিকেলে পড়ানোর মত আর্থিক সচ্ছলতা নেই আমার পরিবারের।
তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় তালা মহিলা কলেজের কৃতি ছাত্রী মারুফা খাতুন সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হয়েছে। তবে মারুফার পরিবারের আর্থিক অবস্থা ভাল না। কিন্তু মেয়েটা খুব মেধাবী। আমাদের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে। পাশাপাশি অন্যদের এগিয়ে আশার আহ্বান জানান তিনি।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ