ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

মুখ টাগশিপ ডুবি, নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২২, ২২:১৯

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি চ্যানেলে মাদার ভ্যাসেলসের সংযুক্ত টাগশিপ ডুবির ঘটনায় নিখোঁজ জিয়াং হং চেন নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন অদূরে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান।

তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মরদেহটির সন্ধান পাওয়া যায়। পরে বেলা আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত চীনা নাগরিক জিয়াং হং চেন মাতারবাড়ি বন্দরে কর্মরত ছিলেন।

মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান আবু হায়দার জানিয়েছেন, গত ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ টাগশিপ ডুবির ঘটনা ঘটে। এতে আটজন ডুবে যান। পরে উদ্ধার অভিযান চালিয়ে সাতজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন জিয়াং হং চেন। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবরিরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়না তদন্তের ব্যবস্থা করবে পুলিশ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ