খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশব্যাপী ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল ৩০০ টাকায় বিতরণ করছে সরকার। এতে উপকৃত হচ্ছেন, নিম্নআয়ের পরিবারগুলো। কিন্তু পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির এই ১০ টাকা কেজি দরের ৩০ কেজি চাল বিতরণে ৩০০ টাকার বদলে নেওয়া হচ্ছে ৫৫০ টাকা। এমন অভিযোগ উঠেছে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ডিলারদের বিরুদ্ধে।
জানা গেছে, গাড়ি ভাড়ার কথা বলে ৫০ টাকা এবং ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের কথা বলে নেয়া হচ্ছে ২০০ টাকা। এতে ৩০ কেজি চাল নিতে একেকজন সুবিধাভোগীর অতিরিক্ত গুনতে হচ্ছে ২৫০ টাকা। এছাড়াও প্রতি কার্ডধারীকে ওজনে ২ কেজি করে চাল কম দেয়ারও রয়েছে অভিযোগ। শুধু তাই নয়, ডিলারদের দাবিকৃত টাকা না দিলে দেয়া হয়না চাল; রয়েছে এরকম আরো অভিযোগ। ডিলারদের এরকম অসাধু আচরণের বিরুদ্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের।
অন্যদিকে চরমোন্তাজ ৬নং ওয়ার্ডের অভিযুক্ত ডিলার মো. জসিম উদ্দিনের দাবি, টাক্সের টাকা ইউনিয়ন পরিষদের লোকজন আদায় করেছেন।
এ বিষয়ে বার বার অফিসে গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। তবে তিনি অভিযুক্ত ডিলারকে ফোন দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন।
উল্লেখ্য, রাঙ্গাবালী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী রয়েছে ১০ হাজার ৫ শত জন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ