সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ গহীন অভয়ারণ্য অঞ্চলে মধু আহরণের সময় সাত মৌয়ালকে আটক করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালে ওই ৭ মোয়ালকে আটক করে বনবিভাগের স্মার্ট পেট্টোল টিমের সদস্যরা। এসময় মৌয়ালদের কাছ থেকে মধু সংগ্রহের বিভিন্ন ধরনের সরঞ্জামসহ কাঁচি, হাঁড়ি জব্দ কর হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার যাবদপুর গ্রামে আশরাফুল আলীর ছেলে অমিনুর রহমান (৩২), পশ্চিম কৈখালী গ্রামের মেহের উদ্দীন গাজীর ছেলে দিদারুল ইসলাম (৫২), আরশাদ সরদারের ছেলে আনোয়ার সরদার (৪২), শেফা বাউলিয়ার ছেলে আঙ্গর আলী (৩০), বৈশখালী গ্রামের সোহরাব আলীর ছেলে আসলাম ফারুক (৫৫), মৃত. খয়রাত গাজীর ছেলে মজিবর রহমান (৫২) ও জয়াখালী গ্রামের আব্দুল মজিদের ছেলে ইসমাইল হোসেন (৩৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম. এ হাসান বলেন, ‘সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ গহীন অভয়ারণ্য আঠারো বেঁকি এলাকায় কয়েকজন মৌয়াল মধু আহরণ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের স্মার্ট টিমের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই মৌয়ালদের হাতেনাতে আটক করে। এ ঘটনায় তাদের (মৌয়ালদের) থেকে বন আইনে ৭০হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ