রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
আগেরদিনেও রামেক হাসপাতালে ২২ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ঈদের দিন মঙ্গলবার ১৮ জনের প্রাণহানি ঘটেছিল এই হাসপাতালে। চলতি মাসেই হাসপাতালটিতে এ পর্যন্ত ৪১১ জন মারা গেলেন। এছাড়া জুন মাসে মারা গেছেন আরো ৪০৫ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এসব তথ্য জানিয়েছেন।
রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের ৬ জন করোনা শনাক্তের পর ও উপসর্গে আরও ১৫ জন মারা গেছেন। করোনা নেগেটিভ হওয়ার পরে একজন মারা যান।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ২২ জনের মধ্যে রাজশাহীর ১১ জন বাসিন্দা, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁ একজন ও পাবনার ৪ জন বাসিন্দার মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৪১২ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজের একটি পিসিআর ল্যাবে তিন জেলার মোট ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে রাজশাহীর ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ০৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮৪ জনের নমুনায় ১৪ জন এবং নওগাঁ জেলার ৫৩ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ