ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাফলংয়ে পানিতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ 

প্রকাশনার সময়: ২২ জুলাই ২০২১, ২০:২৯

সিলেটের জাফলং জিরো পয়েন্ট এলাকায় ঘুরতে এসে সাঁতার কাটতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর থেকে তাকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) ঈদের দ্বিতীয় দিন আনুমানিক আড়াইটার দিকে জাফলং পিয়াইন নদীর জিরোপয়েন্ট এলাকায় সাঁতার কাটতে নেমে সে নিখোঁজ হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬ টায়ও তার খোঁজ।

নিখোঁজ শিক্ষার্থীর নাম ইমরান। তার আনুমানিক বয়স (১৭)। সে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার জোড়দিঘি এলাকার মোহাম্মদ ফরিদ'র পুত্র।

নিখোঁজ ইমরান টাঙ্গাইল জেলার সেফুলমালির চালা ফজর গঞ্জ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী বলে সহপাঠীদের বরাত দিয়ে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সার্কেল) যিশু তালুকদার।

এদিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল দেব সন্ধ্যা সাড়ে ৬টায় নয়া শতাব্দীকে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। তবে এখনো নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ মিলেনি। ঘটনাস্থলে পুলিশ আছে। তারা কয়েকজন মিলে ঘুরতে এসেছিলেন। গোসল করতে নেমে একজন পানিতে তলিয়ে যায় বলে আমি জেনেছি।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ