ফরিদপুরের সদরপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তার জন্য ফরিদপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে সদরপুর থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) দুপুরে সদরপুর থানা চত্ত্বরে জেলা পুলিশ সুপার মো: আলিমুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসিটিভি মনিটরিং সিস্টেম এর শুভ উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এমপি নিক্সন বলেন, অপরাধ দমনে পুলিশের এ ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির শক্তি কাজে লাগিয়ে উপজেলাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমি এমপি নির্বাচিত হওয়ার পর নিরলসভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। সারাদেশের মধ্যে একটি অন্যতম উন্নত উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। নানামুখী উন্নয়নের মধ্যে এটা একটা উদাহরণ।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো: তারেক মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদরপুর-ভাংগা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী, এসিল্যান্ড মো: জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনাসহ উপজেলার কর্মকর্তাবৃন্দ ও নেতৃবৃন্দ।
থানা সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচল নিশ্চিতসহ স্থানীয় হাট বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিরাপত্তার জন্য সিসিটিভি মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। সদরপুর থানায় স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। প্রাথমিকভাবে সদরপুর থানা সদর এলাকায় ২০টি সিসি ক্যামেরা দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ