রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এক কর্মচারী সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ দেয়ার নামে ৭ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতিকার চেয়ে আরডিএ’র সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী।
সোমবার (২১ মার্চ) রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জানানো হয়, রাজশাহী নগরীর ১৯ নং ওয়ার্ডের হাজরা পুকুর ডাবতলা নিউ কলোনি এলাকার আতাউর রহমান খন্দকারের ছেলে ফয়সাল খন্দকার। ফয়সাল আরডিএ’র অফিস সহায়ক ও নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া মদিনানগর চন্দ্রিমা এলাকার রুস্তম আলীর ছেলে মিলন হোসেনের দ্বারা প্রতারণার শিকার হয়েছেন। গত ২ বছর আগে আরডিএ কর্তৃপক্ষে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রথমবার ৬ লক্ষ টাকা ও দ্বিতীয়বার ১ লক্ষ টাকাসহ সর্বমোট ৭ লক্ষ টাকা নিয়োগ দেয়ার নামে হাতিয়ে নেয়। এরপর মিলন তার অগ্রণী ব্যাংক লিমিটেড আরডিএ ভবন শাখার দুটি চেক দেন তাদেরকে। কিন্তু এখনো মিলন কোনো চাকরি দিচ্ছে না এবং নগদ অর্থও ফেরত দিচ্ছে না বলে অভিযোগ করা হয়।
মানববন্ধনে প্রতারণার শিকার ফয়সাল খন্দকার জানান, মিলনকে ফোন দিলে সে নানা অজুহাতে ও ছলচাতুরী করে আমাকে এড়িয়ে যায় এবং বিভিন্নভাবে আমাকে হেনস্থা করে। এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যনসহ অন্যান্য কর্মকর্তারা অবগত রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ অবস্থায় মিলনকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর সহযোগিতায় সোমবার সকাল ১১টার দিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সামনে এ মানববন্ধন করা হয়। ফয়সাল আরো জানান, একমাত্র জমিটি বিক্রি করে আমি মিলন হোসেনকে টাক দিয়েছি। আমি ব্যাপক ক্ষতির মধ্যে রয়েছি।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ