ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

লিফটে আটকে পড়া ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২২, ১২:৩৩

রাজধানীর মতিঝিলে একটি বহুতল ভবনের লিফটে আটকা পড়া ইলোরা পাল নামে একজন ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (২০ মার্চ) সকাল দশটার দিকে মতিঝিলের বোরাক টাওয়ারে আটকা পড়েন তিনি। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে লিফট থেকে বের করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

ইলোরা পাল সোনালী ব্যাংকের কর্মকর্তা এবং টিকাটুলি এলাকার ৩১ কে এম দাস লেনে থাকেন। তার স্বামীর নাম রিপন কুমার পাল।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ইলোরা নামের এক নারী মতিঝিল এলাকার বোরাক টাওয়ারের লিফটে আটকা পড়েছিলেন। পরে তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের অফিসে যোগাযোগ করা হয়। খবর পেয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে ইন্সপেক্টর মো. ইউনুসের নেতৃত্বে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান। ২২ মিনিট চেষ্টা চালিয়ে তাকে লিফট থেকে বের করতে সক্ষম হন তারা।

লিফট থেকে উদ্ধার হওয়া নারী ইলোরা পাল জানান, লিফটে আটকে থাকার সময়টি খুবই আতঙ্কে কেটেছে তার। মনে হচ্ছিল তিনি আর জীবিত বের হতে পারবেন না সেখান থেকে। দ্রুততম সময়ের মধ্যে তাকে নিরাপদে উদ্ধার করায় ফায়ার সার্ভিসের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ