ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নেত্রকোনায় ঈদের জামাত নিয়ে সংঘর্ষ, আহত ১০

প্রকাশনার সময়: ২১ জুলাই ২০২১, ১৮:৩৯ | আপডেট: ২১ জুলাই ২০২১, ১৮:৪৭

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২১ জুলাই) উপজেলার চান্দপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চান্দপাড়া গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মাহবুবুল আলম, খালেকুজ্জামান ও জুয়েল রানাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের জামাত আদায়কে কেন্দ্র করে গ্রামের লোকজনের মধ্যে দুইটি পক্ষের সৃষ্টি হয়। এক পক্ষ উত্তরপাড়া জামে মসজিদের ভেতরে ও অপর পক্ষ মসজিদ প্রাঙ্গনে ঈদের জামাত আদায় করতে চায়। এক পর্যায়ে মসজিদ প্রাঙ্গনে নামাজ আদায় করা হয়। পরে এক পক্ষ মসজিদে তালা ঝুলিয়ে দেয়। দুপুরে মুসল্লিরা মসজিদে জোহরের নামাজ আদায় করতে গেলে গ্রামের শফিক মিয়ার পক্ষের লোকজন ও মাহবুবুল আলমের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রামবাসীকে শান্ত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ