ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাপাসিয়ায় ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২২, ০১:০৭

গাজীপুরের কাপাসিয়ায় আজ শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছেন।

এ সময় ভাটা দুটির মালিকের কাছ থেকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা নগদ জরিমানা আদায় করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামুজ্জামান।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে অংশ গ্রহণ করেছেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মইনুল হক ও মো: মমিন ভূইয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৮(৩)(ঙ) এবং ৬ ধারা লংঘন করায় কাপাসিয়ার তরগাঁও গ্রামে এস.এম.সি এবং আর.বি.এম নামক দুটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় এস.এম.সি ইটভাটার মালিক ফকির ইস্কান্দার আলম জানু এবং আর.বি.এম ইটভাটার মালিক বদরুজ্জামান বেপারীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কাপাসিয়া থানা পুলিশ, কাপাসিয়া ফায়ার সার্ভিস ও ব্যাটেলিয়ান আনসার সদস্যগণ।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ