ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

'প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করেছে'

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২২, ২১:১৮

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, "বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করেছে। সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অবকাঠামোর উন্নয়ন কাজ।"

বুধবার (১৬ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পুটিনা এলাকায় দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা সৈয়দ মারফত আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, যুবলীগ নেতা শাহিন মালুম, দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফার সহ অনেকে। এর আগে দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ