ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীতে ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

প্রকাশনার সময়: ১৫ মার্চ ২০২২, ১৬:২৪

রাজশাহীর চারঘাটে প্রাইভেটকারে ৪৯৮ বোতল ফেন্সিডিল পরিবহণকালে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার (১৫ মার্চ) ভোর ৫টায় নাটোর ক্যাম্পের র‌্যাব সদস্যরা প্রাইভেটকারসহ মাদক কারবারিদের গ্রেফতার করে।

র‌্যাব জানায়, মঙ্গলবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর র‌্যাব-৫ নাটোর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে রাজশাহী জেলার চারঘাট থানাধীন চানপুর কাকরামারী গ্রামস্থ এলাকায় অভিযান চালানো হয়। এসময় বাঘা হতে চারঘাটগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করার সময় বাঘা থেকে চারঘাট অভিমুখে সাদা রঙের একটি প্রাইভেট কারকে তল্লাশির জন্য থামার সংকেত দেয়া হলে ড্রাইভার ও দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করে।

এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক কারবারি পটুয়াখালী জেলার নুর আলম (৩৮) ড্রাইভার, এবং রাজশাহীর চারঘাটের মনিরুল (২৪) ও হাসিবুর রহমান (২০)কে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রাইভেট কারটি তল্লাশী করা হয়। তল্লাশীকালে প্রাইভেটকারের পিছনের ব্যাক ডালার ভিতরে দুটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় ফেন্সিডিলসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, নুর আলম পটুয়াখালী জেলায় এবং সে একজন ড্রাইভার হলেও ছদ্মবেশে প্রাইভেটকারে নিয়মিত মাদক পরিবহন করে থাকে। সে আন্তঃজেলা মাদক চোরাচালানকারী দলের পেশাদার ও সক্রিয় সদস্য। সে প্রাইভেটকারে নিয়মিত মাদকের চালান ঢাকা ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। আটককৃত নুর আলম আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেয়ার জন্য প্রাইভেটকারের সামনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নেমপ্লেটসহ মনোগ্রাম ব্যবহার করত। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আটককৃতরা অজ্ঞাত দুজন ব্যক্তির সহায়তায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ভারত হতে সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে আসে এবং দেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বিক্রি করে আসছে। রাজশাহী জেলার চারঘাট থানায় তাদের বিরুদ্ধে মামলা করা রয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ