সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাজমা খাতুনকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল আলিমের (৪৮)বিরুদ্ধে। মঙলবার (৮ মার্চ) সকালে কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল আলিমকে দাঁসহ আটক করেছে পুলিশ।
নিহত নাজমা খাতুনের ছেলে আকাশ রহমান (২২) জানান, ‘সকালে শারীরিক অসুস্থ্যতার জন্য রান্না করতে পারেননি মা। এতে বাবা আব্দুল আলিমের সাথে মায়ের ঝগড়া হয়। এরপর আমি ইলিশপুর বাজার থেকে বাবার জন্য রুটি আনতে বের হই। ফিরে এসে ঘরের মধ্যে গলাকাটা অবস্থায় মাকে দেখতে পাই।’
কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা স্থানীয়দের বরাত দিয়ে জানান, আব্দুল আলিম রাজমিস্ত্রীর কাজ করে জীবীকা নির্বাহ করেন। তুচ্ছ ঘটনায় আব্দুল আলিমের সাথে তার স্ত্রীর ঝগড়া প্রায় লেগেই থাকত। মঙ্গলবার সকালে কাজে যাবেন বলে স্ত্রীকে ভাত দিতে বলেন আলিম। এসময় রান্না না করতে পারায় স্ত্রী তার স্বামীকে ভাত দিতে পারেননি। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী ঘর থেকে দাঁ বের করে ঘাড়ে কোপ মেরে হত্যা করেন তার স্ত্রীকে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং আব্দুল আলিমকে একই উপজেলার কাজীরহাট এলাকা থেকে দাঁসহ আটক করে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ