ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ধামরাইয়ে তরুণ-তরুণীকে আটকে নির্যাতনের অভিযোগ

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২২, ০২:৪৮

ঢাকার ধামরাইয়ে অনৈতিক সম্পর্কের ঘটনায় রাতভর তরুণ-তরুণীকে আটকে রেখে ১লাখ ৩০হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার সুয়াপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। অপর এক ইউপি সদস্য স্ট্রোক নাটক করে গ্রেফতার এড়িয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের ঈশানগর গ্রামের বাবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় শিয়ালকোল মোড়ে মালেকা বেগম নামে এক তরুণীর ভাড়া বাড়িতে বেড়াতে যান। এ সময় স্থানীয় ইউপি সদস্য মোতালেব হোসেন, দুলাল শিকদার, মাটি ব্যবসায়ী হৃদয় হাসান ও ইউপি সদস্য জয়নাল আবেদীনসহ কয়েকজন গ্রামবাসী আপত্তিকরবস্থায় ওই তরুণ-তরুণীকে ঘরের ভেতর আটক করেন। এরপর মোটাঅংকের টাকার দাবিতে তাদের দুইজনকে আটকে রেখে রাতভর অমানুষিক নির্যাতন চালানো হয়। রাত শেষে পরিবারের লোকজন নগদ ১ লাখ ৩০ হাজার টাকা প্রদান করে ওই তরুণ-তরুণীকে ছাড়িয়ে নেন।

এব্যপারে ওই ভুক্তভোগী মো: শহিদুল ইসলামের বাবা বাবুল হোসেন বাদী হয়ে ধামরাই থানায় ওই দুই ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দুপুর তিনটার দিকে উপ-পরিদর্শক মো: তৈমুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালান। এসময় ইউপি মেম্বার মোঃ জয়নাল আবেদীন, মাটি ব্যবসায়ী হৃদয় হাসান ও অপর ইউপি মেম্বার মোতালেব হোসেন দুলালকে গ্রেফতার করেন। গ্রেফতার এড়াতে উপস্থিত বুদ্ধি খাটিয়ে স্ট্রোক নাটক করেন ইউপি মেম্বার মোতালেব হোসেন শিকদার। পরিস্থিতি বেগতিক ভেবে তাকে রেখে অপর দুইজনকে থানায় নিয়ে যান। এররপ স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হলে তিনি হাসপাতালে না গিয়ে পথিমধ্যে পালিয়ে যান।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: তৈমুর ইসলাম বলেন, তরুণকে আটকে রেখে টাকা আদায়ের ঘটনায় দুই ইউপি সদস্যসহ চারজনের নামে চাঁদাবাজির মামলা হয়েছে। এঘটনায় এক ইউপি মেম্বারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী দুই আসামি গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ