ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

রকেট হামলায় নিহত আরিফের বাড়িতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২২, ১৬:৩০

রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশী পণ্যবাহী জাহাজ 'বাংলার সমৃদ্ধি'তে নিহত মেরিন প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের বাড়িতে উপস্থিত হন আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহ আওয়ামী লীগ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগ নেতারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোযার টুকু, সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বেতাগী উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম কবির, বরগুনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিহত আরিফের পরিবারকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

আরিফের পরিবার এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দের নিকট দাবী জানান, প্রধানমন্ত্রী যেন আরিফের মৃতদেহ তাদেরকে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।

এড. আফজাল হোসেন বলেন, আরিফের বাবা- মা' কে শান্তনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছি। বাবা-মায়ের সামনে সন্তানের লাশ কতো যে কষ্টের তা প্রকাশ করার মত নয়। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যারা আটকে আছেন তাদের সহ দ্রুত যাতে আরিফের লাশ দেশে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ