ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলদস্যু-বনদস্যুদের জন্য গহীন পাহাড়ে তৈরি করতেন তিনি

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২২, ২৩:৩৫

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ের পাহাড়ে পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। কারখানা থেকে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে। আটক দেলোয়ার টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত পৌনে আটটার দিকে কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার এসব তথ্য জানান।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে টানা ৫ঘণ্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে আটটার দিকে। এ সময় অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, এসব অস্ত্র মাদকপাচার, জলদস্যুতা ও বনদস্যুতার কাজে ব্যবহার করা হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ