সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা গহীন সুন্দরবনে নোটাবেকী অভয়ারণ্য অঞ্চলে প্রবেশ করে মাছ ধরার সময় মালামালসহ ৮ জেলেকে আটক করেছে।
সোমবার বিকালের দিকে স্মার্ট পেট্রোল টিমের দলপতি (এসও) শাহাদাত হোসেনের নেতৃত্বে জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ৫শত মিটার জাল ও ২টি নৌকাসহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করে পেট্রোল টিম।
আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের মজিদ গাজীর ছেলে খলিল গাজী এবং একই গ্রামের মোশারফ বরকন্দাজের ছেলে সাইফুল বরকন্দাজ ও ইস্রারাফিল বরকন্দাজ, সামসুর গাজীর ছেলে আবু সাঈদ গাজী, মুজিবার গাজীর ছেলে আব্দুল গফুর, হান্নান আলী বরকন্দাজের ছেলে হযরত আলী বরকন্দাজ, মৃত রামপদ মন্ডলের ছেলে দ্বীনবন্ধু মন্ডল এবং আজগর আলী সরদারের ছেলে অলিউল্যাহ সরদার।
সাতক্ষীরা সহকরি বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, অভয়ারণ্য অঞ্চলে বিনা অনুমতিতে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করে বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ