ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মদ খেয়ে মারামারি, সকালে মিলল যুবকের লাশ

প্রকাশনার সময়: ১৮ জুলাই ২০২১, ২০:১৭

ময়মনসিংহের ভালুকায় রাতে মদ-গাজা খেয়ে রিপয়া মিয়া (২৮) নামের এক যুবক কয়েকজনের সঙ্গে মারামারি করে বাড়ি ফেরেন। সকালে নিজ বসতঘরে মিলল ওই যুবকের রক্তাক্ত লাশ। নিহত রিপন মিয়া ওই এলাকার আছমত আলী ওরফে নিধু মিয়ার ছেলে।

খবর পেয়ে রবিবার সকালে মল্লিকবাড়ীর পূর্ব পাড়া ৯ নম্বর মোড় এলাকা হতে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম জানান, শনিবার রাতে রিপন মদ ও গাঁজা খেয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে মারামারি করেন। মারামারি করার পর তার নাকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে না গিয়ে বাড়িতে চলে যান। পরে সকালে তার নিজ ঘরে রক্তাক্ত লাশ পাওয়া যায়।

ওসি আরও জানান, লাশের গলায় ফাঁস জাতীয় আঘাতের চিহ্ন আছে। পাশেই প্যাঁচানো ওড়না পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করতে পারেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

মল্লিকবাড়ী ইউপি সদস্য শামসুল হক জানান, ‘রিপন সব সময় নেশা করতেন। রবিবার সকালে খবর পেয়ে আমি তাদের বাড়িতে গিয়ে দেখি রিপনের নিজ ঘরে রক্তাক্ত লাশ পরে আছে।’

রিপনের ভাতিজার বরাত দিয়ে ইউপি সদস্য জানান, সকালে অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পাওয়ায় ভাতিজা অন্য ঘরের উপর দিয়ে গিয়ে ঘরের কপাট খুলতে গিয়ে দেখেন রিপন মৃত অবস্থায় পরে আছেন।

এ দিকে নিহতের ভাতিজা পিয়েল জানান, ১৭ জুলাই রাত ১১টার দিকে তার চাচা রিপন মিয়া বাড়ি থেকে বের হন। বাড়ির পাশেই সড়কের উপর একই এলাকার কয়েক যুবক রিপনের ওপর হামলা করে। এতে রিপন মিয়ার মাথা, নাক ও মুখে আঘাত পান। রক্তাক্ত অবস্থায় রিপন হাসপাতালে না গিয়ে বাড়ি চলে আসেন। পরে সকালে তার নিজ ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজা আক্তার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।’

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ