ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরায় টিকা কেন্দ্র থেকে মাদরাসা ছাত্রী নিখোঁজ!

প্রকাশনার সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৭

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সুশীলন কার্যালয়ের করোনা টিকা কেন্দ্র থেকে হিরা আক্তার নামে এক মাদরাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত তার সন্ধান মেলেনি। এর আগে বুধবার বিকেল ৪টার দিকে ওই ছাত্রী নিখোঁজ হয়।

হিরা আক্তার (১৫) গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের হযরত আলী মোড়লের মেয়ে এবং গাবুরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

হিরা আক্তারের মামা আবিয়ার রহমান জানান, বুধবার মাদরাসার শিক্ষকদের সঙ্গে সুশীলন কার্যালয়ে টিকা দিতে যায় হিরা আক্তার। তিনটি ট্রলারযোগে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়। এরপর থেকে হিরার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বাড়িতেও ফেরেনি। মাদরাসার শিক্ষকরাও কিছু বলতে পারছেন না।

গাবুরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা লিয়াকত আলী বলেন, কোভিড-১৯ দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ধার্য দিন ছিল বুধবার (২৩ ফেব্রুয়ারি)। মাদরাসা থেকে ২৭৫ জন ছাত্র-ছাত্রীকে টিকা দিতে নিয়ে যাওয়া হয়। আটজন শিক্ষক ছিলেন দেখভালের দায়িত্বে।

সুশীলন টিকা কেন্দ্রের লাইন ছিল অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে। এ সময় বিশৃঙ্খলা হয়। টিকা দিয়ে শেষ করতে বিকেল সাড়ে ৪টা বেজে যায়। সেখান থেকে নিখোঁজ হয় ওই ছাত্রী। পাশের একটি প্রাইমারি স্কুলে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। খাওয়ার সময় থেকে হিরাকে আর পাওয়া যায়নি।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ঘটনাটি থানাতে কেউ জানায়নি। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ