সাতক্ষীরায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার পুলিশের এসআই ও পৌরসভার কাউন্সিলরসহ পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) গ্রেফতারদের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান।
আসামিরা হলেন- যশোর পুলিশ হাসপাতালে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন, যশোরের চৌগাছা পৌরসভার কাউন্সিলর মোস্তফা বিশ্বাস, যশোরের বেজপাড়ার গৌরপদ শীলের ছেলে সুজন শীল, যশোরের কাজীপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে শরিফুল ইসলাম ও চৌগাছা এলাকার মাহবুবুর রহমান।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মাহবুব হোসেন জানান, গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা বাইগুনি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করে র্যাব। আটকদের কাছ থেকে জব্দ করা হয় একটি খেলনা পিস্তল, দুটি পিস্তলের কভার, একটি ওয়াকিটকি, দুটি ডিবি পুলিশের পোশাক, দুটি হ্যান্ডক্যাপসহ ছিনতাইয়ের সরঞ্জামাদি।
তিনি বলেন, আটক পাঁচজনকে আসামি করে পাটকেলঘাটা থানায় মামলা করেন র্যাব সাতক্ষীরা ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম। মামলাটি তদন্ত করছেন পাটকেলঘাটা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পাটকেলঘাটা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান জানান, আদালত থেকে আসামিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মামলা তদন্তে স্বার্থে তদন্তকারী কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিদের মধ্যে মোশাররফ হোসেন নামে একজন পুলিশের এসআই রয়েছেন।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ