ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

স্বামী-স্ত্রী সেজে ইয়াবা পাচার কালে ২ রোহিঙ্গা আটক

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১০

চট্টগ্রামের আনোয়ারা এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ৩১০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- এহসান উল্ল্যাহ (২৫) ও হালিমা বেগম (১৯)। তারা দুজনই কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে থাকতেন। তাদের মধ্যে এহসানের বাবার নাম আবদুল মুন্নাফ এবং হালিমার বাবার নাম মৃত শহিদুল হক।

র‍্যাব জানায়, কক্সবাজারের মহেশখালী থেকে মাদকের একটি চালান আসছে- এমন সংবাদে বাঁশখালী-চট্টগ্রাম সড়কের আনোয়ারা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর‍্যায়ে একটি বাসের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় সাত লাখ টাকা মূল্যের এসব ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, ‘স্বামী-স্ত্রী সেজে আটক এ দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিল। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ