ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোটরসাইকেল না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

প্রকাশনার সময়: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৬
প্রতিকী ছবি

মোটরসাইকেল কিনে না দেওয়ায় রাজশাহী দুর্গাপুরে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে গোলাম রাব্বানী (১৮) নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের কিসমত হোজা গ্রামে এ ঘটনা ঘটে। তার বাবার নাম রফিকুল ইসলাম রফিক।

মোটরসাইকেল কিনে না দেওয়ায় সে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্য সূত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, গোলাম রাব্বানী দুর্গাপুর পানানগর দ্বিমুখি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ফলাফলের পর থেকে সে তার বাবা মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। গত শনিবার মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য কঠিন ধরে। এতে বাবা-মা সমর্থন না করলে অভিমান করে রাতে রাব্বানী আত্মহত্যা করে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।

শনিবার রাতের কোনো এক সময় সবার অজান্তে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাব্বানী। রবিবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে তার পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এসময় গলায় রশি পেঁচিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। দুর্গাপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে গোলাম রাব্বানী। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ