ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশনার সময়: ১৮ জুলাই ২০২১, ০৪:১০

পঞ্চগড়ের সদর উপজেলায় বজ্রপাতে রাজিউল ইসলাম (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুলাই) রাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাইকানি পাড়া এলাকায় একটি শিম ক্ষেত থেকে ওই কৃষকের মৃত দেহ উদ্ধার করা হয়৷ রাজিউল ইসলাম ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কৃষক রাজিউল ইসলাম তার বাড়ির পাশে শিম ক্ষেতে কাজ করতে যান। পরে সেখানেই কাজ করতে করতে হঠাৎ বজ্রপাত এসে পড়লে সাথে সাথে মারা যান। এদিকে সন্ধ্যা হওয়ার পরও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে।

পরে স্থানীয় ও বাড়ির লোকজন শিম ক্ষেতে রাজিউলের মরদেহ পড়ে থাকতে দেখে এবং স্থানীয়দের সহযোগিতায় রাজিউলের মরদেহ বাড়িতে নিয়ে আসে৷

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বজ্রপাতে রাজিউল ইসলাম নামে ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ