উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকো পার্কে বিরল প্রজাতির প্রাণী একটি গন্ধগোকুলকে অবমুক্ত করা হয়েছে। এর আগে সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল থেকে গন্ধগোকুলকে উদ্ধার করেছে বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউস।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা নদীবিধৌত উপজেলার মেছড়া ইউপির রূপসা বাজার এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। প্রাণীটি ওই এলাকার ফরিদ ফরাজীর বাড়িতে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিলো।
স্থানীয় ফরিদ ফরাজী বলেন, দুপুরে বাড়ির পাশের বাঁশঝাড়ের মধ্যে দেখা মেলে এই বিরল প্রাণীটির। স্থানীয়রা ধরতে গেলে বিশাল এক কড়ইগাছে উঠে পড়ে প্রাণীটি। সেখান থেকে লাফ দিয়ে আরেকটি গাছে যাওয়ার সময় প্রাণীটি মাটিতে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা প্রাণীটি ধরে খাঁচায় বন্দি করে আমার বাড়িতে রেখে দিয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার সময় ফরিদ ফরাজী বন
বিভাগ ও পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউসের কাছে হস্তান্তর করেন।সকাল ১১টার দিকে বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজগঞ্জ এস এফ এন টি সি মামুনুর রশিদ খান, দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস ও ফরিদ ফরাজী উপস্থিতে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকো পার্কে বিরল গন্ধগোকুল অবমুক্ত করা হয়া।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ