ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরা সীমান্তে ৩০ লাখ টাকার রুপার গহনা জব্দ

প্রকাশনার সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৩

সাতক্ষীরার কেড়াগাছি সীমান্তের মজুমদার খাল এলাকা থেকে ২৩ কেজি রুপার গহনা জব্দ করেছে বিজিবি। যার মুল্য প্রায় ৩০ লাখ টাকা।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সীমান্তের মজুমদার খাল এলাকা থেকে এসব গহনা জব্দের হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কাঁকডাঙ্গা বিওপি’র টহল কমান্ডার সিদ্দিকুর রহমান সীমান্তের মজুমদার খাল এলাকায় টহল দিচ্ছিলেন। অজ্ঞাত চোরাকারবারিরা টহলরত দলকে ধাওয়া করতে দেখে ভারত থেকে আনা রুপার গহনার ৩টি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা প্যাকেটটি জব্দ করে। প্যাকেটে ২৩ কেজি রুপার গহনা রয়েছে। যার মুল্য প্রায় ৩০ লাখ টাকা। তবে এঘটনায় কোন চোরাবারকারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে জানান অধিনায়ক।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ