ফেনীর পরশুরাম উপজেলায় ২৪ বছর যাবত পলাতক বেলাল হোসেন (৫০) নামের এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯৯৬ সালে একটি মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি নিয়ে পলাতক ছিলেন বেলাল।
বৃহস্পতিবার রাতে সুকৌশলে ফেনী শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পরশুরাম মডেল থানা পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃত বেলাল ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম রাঙ্গামাটিয়া এলাকার শেখ আহাম্মদের ছেলে। পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, ১৯৯৬ সালে মাদকসহ পরশুরাম থানা পুলিশের হাতে গ্রেফতার হন মাদক ও চোরাচালানের হোতা বেলাল। কিছুদিন পরই ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে উধাও হয়ে যান তিনি। এক পর্যায়ে ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় তাকে দোষী সাভ্যস্ত করে আদালত ৭ বছর ৬ মাসের স্বশ্রম কারাদণ্ডাদেশ দেন। পুলিশ তাকে সম্ভাব্যস্থানে খুঁজেও তার কোন সন্ধান পায়নি।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিনব কায়দায় ফেনী শহরের রেলস্টেশান সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ