ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রামেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:১০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চারজন রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু ঘটে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত একদিনে রামেক হাসপাতালে করোনা নিয়ে আরও ৪ জন রোগীর মৃত্যু ঘটেছে। হাসপাতালের আইসিইউতে এই চারজনের চিকিৎসা চলছিলো। মৃতদের একজন নারী ও তিনজন পুরুষ। দুইজনের বয়স ৬১ বছরের উপরে। একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

রামেক সূত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত রামেকের ১৪৬ শয্যার করোনা ইউনিটে ৩৯ জন রোগী ভর্তি ছিলেন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৮ জন।এদের মধ্যে করোনা আক্রান্ত ২৪ জন। উপসর্গ রয়েছে ৮ জনের। অন্যান্য জটিলতায় আরো ৭ জন ভর্তি রয়েছেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ