ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভৈরবে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা 

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৭

কিশোরগঞ্জের ভৈরবে ইলেকট্রিশিয়ান ও ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের কুটুম বাড়ি পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ভৈরবসহ আশপাশের উপজেলার প্রায় ৩ শতাধিক ইলেকট্রিশিয়ান ও ইলেকট্রিক ব্যবসায়ী অংশ নেয়।

‘প্রতি সংযোগে নিরাপত্তা’ এই শ্লোগানকে সামনে রেখে দেশের শীর্ষ কেবলস্ কোম্পানি পলি কেবলসে্র লিমিটেডের বিক্রয় ও বিপণন কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলি কেবলসে্র ডিজিএম মো. নূরে আলম হানিফ শিকদার। এছাড়াও ভৈরব বাজার ইলেকট্রিক দোকান মালিক সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, পলি কেবলসে্র ভৈরবের এক্সক্লুসিভ ডিলার মুক্ত বাংলা ইলেকট্রিকের সত্তাধিকারী হাজী মো. শাহ আলম। এছাড়াও বক্তব্য দেন, পলি কেবলসে্র এসিস্ট্যান্ট ম্যানেজার মো. আরিফ হোসেন, আশুগঞ্জের ইলেকট্রিক ব্যবসায়ী মাসুদ মিয়া ও ইলেকট্রিশিয়ান আলম মিয়া প্রমুখ।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ