ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সেই মুসকানকে লাখ টাকা দিতে চান ভালুকার উপজেলা চেয়ারম্যান

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৩

ভারতের কর্ণাটকে হিজাব পরে আল্লাহু আকবর স্লোগান দেয়া সেই ছাত্রীকে এক লাখ টাকা পুরস্কার দিতে চেয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার চেয়ারম্যান।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তার ফেসবুক পেজে এই ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‌আল্লাহু আকবার বলা মেয়েটির জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম। জানি না কীভাবে দেব, দেওয়ার ব্যবস্থা থাকলে জানাবেন। আল্লাহু আকবার।

আবুল কালাম আজাদ নিজেই সাংবাদিককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ছাত্রীর সাহসিকতাকে সাধুবাদ জানাই। আমি তার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি। কীভাবে পাঠাবো জানি না। আপনারা জেনে থাকলে আমাকে জানান, পুরস্কারের টাকাটা পাঠাতে চাই।

তার এই ফেসবুক পোস্ট বেস সারা ফেলেছে। নানা জন সেখানে নানা রকমের মন্তব্য করেছেন।

সম্প্রতি মুসকান খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপর থেকে মুসকানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা চলছে বিশ্বব্যাপী।

ছড়িয়েপড়া ভিডিওতে দেখা যায়, হিজাব পরা মসাকানকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছে একদল তরুণ। তাদের প্রত্যেকের কাঁধে গেরুয়া উত্তরীয়। ভয় পেয়ে গুটিয়ে না গিয়ে হিজাব পরিহিত শিক্ষার্থী পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিচ্ছেন।

এ সময় হিজাব পরা মুসকানের পিছু পিছু আসতে থাকে গেরুয়া স্কার্ফধারী তরুণরা। তারা মুসকানকে কলেজ ভবন পর্যন্ত অনুসরণ করে। এরপর কর্মকর্তারা মুসকানকে সেখান থেকে সরিয়ে নেন।

এরপর থেকে হিজাব ইস্যুতে কর্ণাটকের অনেক স্কুল-কলেজে বিক্ষোভ চলছে। বিষয়টি নিয়ে কর্ণাটক হাইকোর্টে একটি মামলাও হয়েছে বলে জানা গেছে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ