ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীতে লেগুনার চাপায় স্বামী নিহত, স্ত্রী আহত

প্রকাশনার সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩২

রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর বাজারে লেগুনার চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পুঠিয়ার বানেশ্বরে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মিজানুর রহমান (৪৫)। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী আয়শা বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ীর সার্জেন্ট গোলাম রাব্বানী জানান, দুর্ঘটনায় গুরুতর আহত নিহতের স্ত্রী আয়শা বেগম দূর্গাপুর পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে নিহত মিজানুর রহমান তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে অফিসে দূর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বানেশ্বর কলাহাটের সামনে পৌঁছালে পিছন থেকে লেগুনা সজরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে স্বামী-স্ত্রী পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এসময় রামেকের কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রীকে ওয়ার্ডে ভর্তি করে দেন। বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে থানার ইনচার্জ মোফাক্কারল ইসলাম বলেন, খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন। এবং তার স্ত্রীর অবস্থাও গুরুতর। আমরা অবৈধ হিউম্যান হলার (লেগুনা) আটক করেছি। তবে ড্রাইভার পলাতক রয়েছে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ