রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারপর রাতে তাদের বার্ন ইন্সটিটিউটে নিয়ে আসা হয় এবং ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে দুটি শিশু রয়েছে।
দগ্ধরা হলো- রোজা আক্তার (৩), জান্নাত (সাড়ে চার), শারমিন (২৪), হাবিব (১৯) ও রাজু আহমেদ (১৮)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুণ্ডা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য আবু বকর বলেন, সন্ধ্যার পর পরই আট নম্বর ওয়ার্ডের বীর বাঘাইড় এলাকায় এই বিস্ফোরণ ঘটে। পরিবারটি এখানে একটি টিনের চালা ঘরে ভাড়া থাকত। তারা সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করত। সেই সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছে।
নয়া শতাব্দী/ এসইউ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ