মাঘের আকাশ থেকে অঝর ধারায় ঝরেছে শ্রাবণের বৃষ্টি। কনকনে শীত, ঝড়ো বাতাস আর টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাতক্ষীরার মানুষ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপকূলীয় জেলা সাতক্ষীরায় কখনো মুষলধারে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মাঘের শেষে দিনব্যাপী এ রকম বৃষ্টির কারণে বোঝার উপায় নেই এটা শীতকাল নাকি বর্ষাকাল। মাঘের শীতে শ্রাবণের মতো এমন অঝর ধারার বৃষ্টিতে জনজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ।
মাঘের বৃষ্টি কথা বলতেই প্রবীন শিক্ষক রইচ উদ্দীন খনার বচন তুলে ধরে বলেন, ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজা পূণ্য দেশ’। অর্থাৎ মাঘের শেষে বৃষ্টি হলে রাজার ও দেশের কল্যান হয়।
অসময়ে বৃষ্টির কথা জিজ্ঞাসা করতেই কবি সুদয় মন্ডল প্রবাদ মনে করিয়ে দিয়ে বলেন, ‘মামার শালাও ইষ্টি না, অদিনের বৃষ্টিও মিষ্টি না’। যেভাবে শ্রাবণের মতো বৃষ্টি হচ্ছে তাতে কৃষকের ক্ষেতে থাকা আলু, পেঁয়াজ, সরিষা, কলাইসহ তৈলজাতীয় শস্যের ক্ষতি হবে এবং সবজি চাষিরাও ক্ষতির মুখে পড়বেন।
এদিকে টানা বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বিপাকে পড়েছেন দিনমজুর ভ্যানচালক, অটোচালকসহ নিম্নআয়ের মানুষেরা। সড়কেও স্বাভাবিকের চেয়ে যানবাহন চলছে কম। বাতাসে বাড়ছে শীত।
ব্যাটারিচালিত ভ্যানচালক শহরের ইটাগাছা এলাকার আবুল কালাম, আব্দুল খালেক ও কবিরুল ইসলাম বলেন, বৃষ্টির মধ্যেই ভ্যান নিয়ে বের হয়েছিলাম। যাত্রী নেই। রাস্তায় যানবাহন ও মানুষ দুটোই কম। তাই বাড়ি চলে যাচ্ছি।
ফিংড়ি এলাকার দিনমজুর আব্দুস সামাদ, হাফিজুল ইসলাম, রশিদুল ইসলামসহ অন্যরা জানান, বৃষ্টির কারণে রোপা আমনের ভরা মৌসুমে কাজে যেতে পারিনি। মাঘ মাসে এমন বৃষ্টি অনেকদিন দেখিনি।
আলিপুর গ্রামের আনারুল ইসলাম বলেন, এভাবে দুই চারদিন বৃষ্টি থাকলে সরিষা, কলাই, আলু, পেঁয়াজের মতো ফসলের ক্ষতি হবে।
কৃষিবিদ রঘুজিৎ গুহ বলেন, অসময়ের বৃষ্টিতে মাঠ ফসলের মধ্যে আলু, পেয়াজ, রসুন, সরিষা ও ডাল জাতীয় ফসলের ক্ষতি পারে। কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। এমন অবস্থায় কৃষকদের ফসল রক্ষায় কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক জুলফিকার আলী রিপন বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাতাসের গতিবেগ উত্তর থেকে দক্ষিণে ঘন্টায় ৪-৫ কিলোমিটার। শনিবার আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে বলে তিনি জানান।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ