রাজশাহীর পুঠিয়ায় আলোচিত প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর নাটোর ক্যাম্পের অধিনায়ক ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে খলিলুর রহমান খলিল (৬৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খলিলুর রহমান রাজশাহী পুঠিয়া উপজেলার কান্দা গ্রচ্ছগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
গত ২৪ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় পুঠিয়ার কান্দ্রার গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা আনিকুল ইসলামের ১১ বছরের মানসিক প্রতিবন্ধী কন্যা প্রকৃতির ডাকে ঘরের বাহিরে গেলে অভিযুক্ত খলিল (৬৫) জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। মেয়েটির ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মানসিক প্রতিবন্ধী কিশোরীর পরিবার ধর্ষণের প্রতিবাদ করলে অভিযুক্তের পরিবার কিশোরীর পরিবারের উপর সংঘবদ্ধ হামলা করে। এতে কিশোরীর বাবা ও চাচাসহ ১০ জন আহত হয়। ঘটনার পর হতেই ধর্ষণকারী খলিলুর রহমান খলিল (৬৫) পালিয়ে যায়।
এই ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে খলিল (৬৫) সহ ৩ জনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করেন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ