কিশোরগঞ্জের বাজিতপুর সরারচর রেল স্টেশনের দোকানদার মোঃ জয়নাল আবেদীনের দোকান থেকে মঙ্গলবার বিকেলে ১৬টি ট্রেন টিকেট জব্দ করা হয়েছে।
ঢাকা বাণিজ্যিক কর্মকর্তা মোঃ শওকত জামিল মুহসীন ও সরারচর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ সেলিম হোসেনের নেতৃত্বে এ টিকেটগুলো জব্ধ করা হয়।
কালোবাজারি করার উদ্দেশ্যে রাখা বিভিন্ন আন্ত:নগরের ১৬টি টিকেট এর আনুমানিক মূল্য হবে প্রায় ২ হাজার টাকা।
ঢাকা বাণিজ্যিক কর্মকর্তা মো: শওকত জামিল মুহসীন জানান, এই বিষয়ে সরারচর রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম হোসেন বাদী হয়ে মামলা করবেন বলে জানান।
কালোবাজারিরা অনলাইনের মাধ্যমে এবং ট্রেনের অসাধু কর্মচারীদের মাধ্যমে টিকেট সংগ্রহ করে বিক্রি করতো। এ টিকেট কালোবাজারির সাথে সরারচর রেলওয়ে স্টেশনের কিছু কর্মচারী জড়িত আছে বলে এলাকাবাসীরা দাবি করেন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ