ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজিতপুরে কালোবাজারির ১৬টি ট্রেন টিকেট জব্দ

প্রকাশনার সময়: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১০

কিশোরগঞ্জের বাজিতপুর সরারচর রেল স্টেশনের দোকানদার মোঃ জয়নাল আবেদীনের দোকান থেকে মঙ্গলবার বিকেলে ১৬টি ট্রেন টিকেট জব্দ করা হয়েছে।

ঢাকা বাণিজ্যিক কর্মকর্তা মোঃ শওকত জামিল মুহসীন ও সরারচর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ সেলিম হোসেনের নেতৃত্বে এ টিকেটগুলো জব্ধ করা হয়।

কালোবাজারি করার উদ্দেশ্যে রাখা বিভিন্ন আন্ত:নগরের ১৬টি টিকেট এর আনুমানিক মূল্য হবে প্রায় ২ হাজার টাকা।

ঢাকা বাণিজ্যিক কর্মকর্তা মো: শওকত জামিল মুহসীন জানান, এই বিষয়ে সরারচর রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম হোসেন বাদী হয়ে মামলা করবেন বলে জানান।

উল্লেখ্য, সরারচর রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের টিকেট কালোবাজারি করতো একটি অসাধু চক্র। যাত্রীরা কাউন্টারে টিকেট না পেয়ে কালোবাজারির নিকট থেকে ২ থেকে ৩ গুন দাম বেশি দিয়ে ক্রয় করে ট্রেনে ভ্রমণ করতে হতো।

কালোবাজারিরা অনলাইনের মাধ্যমে এবং ট্রেনের অসাধু কর্মচারীদের মাধ্যমে টিকেট সংগ্রহ করে বিক্রি করতো। এ টিকেট কালোবাজারির সাথে সরারচর রেলওয়ে স্টেশনের কিছু কর্মচারী জড়িত আছে বলে এলাকাবাসীরা দাবি করেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ