ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঈশ্বরদীতে অবৈধ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

প্রকাশনার সময়: ৩১ জানুয়ারি ২০২২, ০৬:০৬

ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত আইন লঙ্ঘনের অভিযোগে উপজেলার লক্ষীকুণ্ডা গ্রামের মেসার্স ন্যাশনাল ব্রিকস ও নবিনগর ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ন্যাশনাল ব্রিকসের স্বত্বাধিকারী শামসুল ইসলামকে ৫০ হাজার টাকা ও নবীনগর ব্রিকসের স্বত্বাধিকারী নুরুল ইসলামকে ২৫ হাজার টাকা ও অপর স্বত্বাধিকারী আসাদুজ্জামানকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক পিএম ইমরুল কায়েস বলেন, এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ